ইসলামে সন্ত্রাসের কোন ঠাঁই নেই। মুসলিমদের জন্য নিরাপদতম দেশ ভারত। এমনটাই বললেন ভারতের জমিয়ত উলেমা-এ-হিন্দ নেতা মাওলানা মেহমুদ মদনি। খবর 'এই সময়'র।
মঙ্গলবার মেহমুদ মদনির নেতৃত্বে প্যারিস সন্ত্রাসী হামলার জেরে দিল্লিতে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জমিয়ত উলেমা-এ-হিন্দ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার মাওলানা মদনি জানান, 'ইসলামে এ ধরণের কোন হামলার অনুমোদন নেই। ইসলামের দোহাই দিয়ে এমন জঘন্য ঘটনা আমরা কোন মতেই সমর্থন করতে পারি না।'
ভারতজুড়ে অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের আবহের মাঝেই এদিন তিনি আরও বলেন, 'সম্পূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, মুসলমানদের বসবাসের জন্য ভারতের চেয়ে নিরাপদ কোনও দেশ হতে পারে না।'
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব