ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটিয়েছে মাত্র ৯ জন হামলাকারী। ঘটনার পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ফরাসী নিরাপত্তা কৃর্তপক্ষ।
ভিডিও থেকে আরও জানা গেছে, ওইদিন ৯ জনের দলটি তিনটি ভাগে ভাগ হয়ে রেস্টুরেন্ট, থিয়েটার, বার এবং স্টেডিয়ামে হামলা চালায়।
তবে এটা এখনও নিশ্চিত নয় যে, ভিডিওতে দেখা ব্যক্তিটি নবম হামলাকারী না ইতোমধ্যে গ্রেফতার করাদেরই একজন।
শুক্রবারের ওই হামলায় ১৩২ জন প্রাণ হারায়। আহত হয় ৩ শতাধিক। এর মধ্যে ২২১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের ৫৭ জনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
এদিকে, হামলার পর শনিবার এক ভিডিও বার্তার হামলার দায় স্বীকার করে ইরাক ও সিরিয়া জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এদিকে ইউরোপের দেশগুলোতে নেয়া হযেছে কড়া সতর্কতা। মঙ্গলবার বিকালে মাঠে গড়ানোর আগ মুহূর্তে বাতিল করা হয়েছে নেদারল্যান্ড-জার্মানি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব