যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের দুটি যাত্রীবাহী প্লেনকে (এএফ ৬৫ ও এএফ৫৫) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, প্যারিসের উদ্দেশ্যে উড্ডয়নের পর ফোনকলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তবে কারা এ হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে, হুমকি দেবার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দিক পরিবর্তন করে প্লেনগুলোর একটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি শহরে ও আরেকটি কানাডার হালিফেক্সে অবতরণ করে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা