প্যারিস হামলার মূল হোতা আবেদলহামিদ আবাউদ (২৭) নিহত হয়েছেন বলে রির্পোট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে তারা। তবে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
এদিকে, ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ফ্রাসোঁয়া রিচার জানান, সে আত্মহত্যা করেছে বলে আমি শুনেছি। তবে এর সত্যতা নিশ্চিতে আমার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। বিষয়টির জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে প্যারিসের শহরতলি সেন্ট ডেনিসে ফরাসি নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালায়। ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে আবেদলহামিদ আবাউদ আত্মগোপন করে আছেন সন্দেহে সোয়াত, পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায়।
এ সময় নিজেকে উড়িয়ে দেন আবেদলহামিদ আবাউদের স্ত্রী। এছাড়া অভিযানে নিহত হয়েছেন আরও দু’জন সন্দেহভাজন। সেই সঙ্গে আটক করা হয়েছে সাতজনকে। শতাধিক ফরাসি পুলিশ ও সেনা সদস্য অভিযানটি পরিচালনা করেন। এ অভিযানে পুলিশের ডগ স্কোয়াডের এক সাত বছর বয়সী কুকুরেরও মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর রাতে প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৯ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন