প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সলোমন দ্বীপপুঞ্জে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটি আরও জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কিংবা কোনো সুনামি সতর্কতাও আশঙ্কা করা হচ্ছে না।
সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার জাতীয় দুর্যোগ কার্যালয় থেকে জরুরি অভিযান কেন্দ্র চালু করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল হোনিয়ারার ২২০ কিলোমিটার পশ্চিমে। সেই অঞ্চলে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা একটু কঠিন বলে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে তথ্য পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার।
প্রসঙ্গত, ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে সলোমন দ্বীপপুঞ্জে প্রতিবছর অনেক ভূমিকম্প হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা