প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
বৃহস্পতিবার সংসদে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করলে তাতে অনুমোদন দেন ফরাসি সংসদ সদস্যরা।
এর আগে পার্লামেন্টে কথা বলার সময় ফরাসি ম্যানুয়েল ভালস হুঁশিয়ারি দেন, জঙ্গিরা ফের ফ্রান্সে হামলা চালাতে পারে। এবার তারা রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহার করতে পারে।
দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের পৃথক ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় ১৩২ জন নিহত হওয়ার পাশিপাশি তিন শতাধিক মানুষ আহত হন। এ ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব