ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল হোতা আবদেল হামিদ আবাউদ এক আগের অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রসিকিউটর (আইন কর্মকর্তা)।
বুধবার প্যারিসের উপকণ্ঠে সঁ দেনির একটি ফ্ল্যাটে পুলিশি অভিযানের সময় তিনি নিহত হন।
ওই অভিযানে এক নারী শরীরে রাখা বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।
মরক্কোর বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদকে শুরু থেকেই এ হামলার হোতা বলা হচ্ছে। প্রথমে বলা হয়েছিল সিরিয়া থেকে তিনি প্যারিসে হামলার ছক কষেন।
গত শুক্রবার প্যারিসের ৬টি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হন। আহত হন তিন শতাধিক। হামলার দায় স্বীকার করে আইএস।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব