পঞ্চম মেয়াদে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনতা দল ইউনাইটেড জেডিইউ'র নেতা নিতিশ কুমার। সেইসঙ্গে শপথ নেন তার মন্ত্রিসভার ২৮ জন মন্ত্রিও। পাটনার গান্ধী ময়দানে আজ দুপুরে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের বিরোধী দল ও নিতিশের জোট সরকারের শরীক কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীসহ ৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিহারের জোট সরকারের প্রধান শরীক রাষ্ট্রীয় জনতা দল আরজেডি'র প্রধান লালু্ প্রাসাদ যাদব ও জেডিইউ'র প্রেসিডেন্ট শারদ যাদব। উপস্থিত মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আসামের তরুণ গগৈই, সিকিমের পি কে চামলিং, মনিপুরের ও ইববি সিং, অরুণাচল প্রদেশের নাবাম টুকি, হিমাচল প্রদেশের বীরভাদ্র সিং, উত্তর প্রদেশের অখিলেশ যাদব এবং কর্ণাটকের এস সিদ্ধারামাইয়াহ। উপস্থিত ছিলেন কয়েকটি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীরাও। এদের মধ্যে ছিলেন দিল্লির শীলা দীক্ষিত, জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও শপথ অনুষ্ঠানে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেয়া হলেও তিনি উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেন। তার পক্ষে উপস্থিত ছিলেন বিজেপির দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী এম নাইড়ু ও রাজীব প্রতাপ রুদি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিহার রাজ্যে এই প্রথম নিতিশ কুমারের জেডি ইউ-লালুর আরজেডি- সোনিয়ার কংগ্রেস জোট সরকার গঠন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিধানসভার ২৪৩ আসনের জেডি ইউ-আরজেডি-কংগ্রেস জোট মোট ১৭৮টি আসন পায়। অার কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পায় মাত্র ৫৮টি আসন। নিতিশের জোটের ১৭৮ আসনের মধ্যে আরজেডি পেয়েছে ৮০টি আসন, জেডি ইউ ৭১টি ও কংগ্রেস পেয়েছে ২৭টি আসন।
এদিকে, বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডি'র প্রধান লালু প্রাসাদ যাদবের ছোটো ছেলে তেজস্বী যাদব। আর তার বড় ছেলে তেজ প্রতাপও নতুন মন্ত্রিসভার সদস্য হয়েছেন। ২৮ সদস্যের মন্ত্রিসভায় আরজেডি'র আছেন ১২ জন , জেডি ইউ'র ১২ জন ও কংগ্রেসের ৪ জন।
নিতিশ-লালু-কংগ্রেস জোট সম্প্রতি বিহার রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে ধরাশায়ী করে। নিতিশ-লালু জোট যেখানে ১৭৮টি আসন লাভ করে সেখানে বিজেপি মাত্র ৫৮টি আসন পায়। তাই গান্ধী ময়দানে নিতিশ কুমারের আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে এতসংখ্যক জাতীয় নেতা উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বড় ধরনের শোডাউন হিসেবে দেখা হচ্ছে। গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ২০০৫ সাল থেকে ক্ষমতায় আছেন নিতিশ কুমার। এ নিয়ে টানা তিনবার নিতিশের দল বিহারের অ্যাসেম্বলি নির্বাচনে জয় লাভ করে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ