উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে একটি মূল্যবান সবুজ পাথর (জেড) খনিতে ভূমিধসে অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো শতাধিক। নিহতদের অধিকাংশই ওই খনির আবর্জনার স্তূপে পাথরের পরিত্যক্ত খণ্ডাংশ খুঁজছিল।
শনিবার সন্ধ্যার দিকে খনির আবর্জনার স্তূপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে বলে কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের বরাত দিয়ে এ খবর জানিয়ে টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় পাথর ব্যবসায়ী ব্রাং সেং জানান, কাচিন রাজ্যে শনিবার সন্ধ্যার দিকে ধসে পড়া আবর্জনার নিচ থেকে ৭০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। লামাই গাম জা নামে আরেক ব্যবসায়ী জানান, ভূমিধসের ঘটনায় এখনো আরো শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব