সিরিয়ায় জিহাদি গোষ্ঠী আইএস'র বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলাকে মার্কিন হামলা বলে খবর প্রচার করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এ খবর প্রচার করে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি অনেক বেশি উন্নত বলে দেখানোর চেষ্টা করা হয়েছে।
গত ১৯ নভেম্বর মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস বা পিবিএস অাইএস'র ওপর এক হামলার খবর ও ভিডিও ফুটেজ প্রচার করে দেখিয়েছে কীভাবে মার্কিন হামলায় দায়েশের বহু তেলের ট্রাক ধ্বংস হয়েছে। এ খবর প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছে যে, তারা আইএস'র আয়ের উৎস বন্ধের ব্যবস্থা করেছে।
কয়েকদিন আগে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, 'তারা আইএস বিরুদ্ধে হামলা জোরদার করেছে এবং সিরিয়ায় সন্ত্রাসীদের তেলের অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে ১৬ নভেম্বর আমেরিকা দাবি করে যে, সিরিয়া থেকে ইরাকে তেল পাচারের সময় তাদের হামলায় গোষ্ঠীটির ১১৬টি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে, তবে এ বিষয়ে কোনো ভিডিও দেখাতে সক্ষম হয় নি। এর দু'দিন পর রুশ বাহিনী জানায় তাদের বিমান হামলায় দায়েশের ৫০০ তেলের ট্রাক ধ্বংস হয়েছে এবং ফুটেজও সম্প্রচার করে। ১৯ নভেম্বর পিবিএস নিউজ আওয়ারে রাশিয়ার ফুটেজ ব্যবহার করে খবরে বলা হয়- এই প্রথম যুক্তরাষ্ট্র অাইএস'র তেলের ট্রাকের ওপর হামলা করল।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএস'র হাতে প্রায় ১,০০০ ট্যাংকার রয়েছে যা দিয়ে সিরিয়া থেকে তেল চুরি করে ইরাকে বিক্রি করা হয় এবং এ তেলের প্রধান ক্রেতা ইসরাইল এবং তুরস্ক।
উল্লেখ্য, রাশিয়া গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অাইএস'র বিভিন্ন স্থাপনার উপর বিমান হামলা শুরু করে। এর পর থেকে সেখানে গোষ্ঠীটির তৎপরতা কিছুটা হলেও কমে এসেছে। এই সুযোগে সিরীয় সেনাবাহিনী অাইএস'র কাছ থেকে বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ