বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও অন্যান্য কয়েকটি শহরে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতার হওয়াদের মধ্যে প্যারিস হামলার পলাতক সন্ত্রাসী সালাহ আবদেসলাম নেই। ২২টি স্থানে এ অভিযান চালানো হয় বলে দেশটির ফেডারেল প্রসিকিউটর এরিক ভ্যান দের সিপত অাজ একথা জানিয়েছেন। অভিযান ও গ্রেফতার সত্ত্বেও ব্রাসেলসে টানা তিনদিন ধরে উচ্চ সতর্কতা বলবৎ আছে। খবর পিটিঅাই'র
এদিকে, বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুধু আবদেসলাম নয়, আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার পর সে ফ্রান্স থেকে পালিয়ে বেলজিয়ামে ঢুকেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল আগেই ঘোষণা করেছেন, সোমবার দেশে সন্ত্রাসবিরোধী সর্বোচ্চ সতর্কতা থাকবে। সম্ভাব্য মারাত্মক হুমকির কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ