ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেশের অমূল্য সম্পদ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার রাষ্ট্রপতির ৮০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে একাধিক টুইট করে মোদি বলেন, ‘জনজীবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দীর্ঘ বছরের অবদানই তাঁকে আমাদের দেশের অমূল্য সম্পদে পরিণত করেছে। তাঁর জ্ঞান ও বুদ্ধির কোন তুলনা নেই’।
অন্য একটি টুইটে মোদি বলেন, ‘আমাদের প্রিয় রাষ্ট্রপতিকে আমি আমার হৃদয় ভরা শুভেচ্ছা জানাচ্ছি...আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’
প্রধানমন্ত্রী আরও জানান, ‘রাজনৈতিক গণ্ডীর বাইরেও বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খীদের মধ্যে প্রণবদা সবসময়ই একজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে গণ্য করা হতো।’
প্রসঙ্গত, ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটী গ্রামে এক ব্রাম্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রণব মুখার্জি। তাঁর বাবা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী কামদা কিঙ্কর মুখার্জি এবং মা ছিলেন রাজলক্ষী।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব