সৌদি আরবের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর নগরী জিজানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অারো শতাধিক ব্যক্তি। দেশটির সিভিল ডিফেন্স দফতর এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে। খবর আল জাজিরার
ফেসবুক পোস্টে বলা হয়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। হাসপাতালটির প্রথম তলাতেই অাগুন লাগার ঘটনা ঘটে। এই প্রথম তলাতেই ইনটেনসিভ কেয়ার ইউনিট ও প্রসূতি ওয়ার্ড অবস্থিত।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ কি তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ