সৌদি মন্ত্রীসভায় সোমবার থেকে তেলের মূল্যবৃদ্ধির অনুমোদন দেয়। অনুমোদিত এই মূল্য সোমবার (২৮ ডিসেম্বর) রাত থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে। সৌদিতে বর্তমান মূল্যে প্রতি লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ৭৫ পয়সায় যা আগে ছিল ৪৫ (হালালা) পয়সা। এবং প্রতি লিটার অকটেন ৯০ (হালালা) পয়সা যা আগে ছিল ৬০ পয়সা।
সারাবিশ্বে তেলের মূল্য হ্রাস পাওয়ায় আরব গালফের অন্যান্য দেশের মধ্যে আভ্যন্তরীণভাবে কুয়েত, আরব আমিরাত ইতোপুর্বে তেলের মূল্য বৃদ্ধি করেছে। একই অধিবেশনে তেলের পাশাপাশি পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির গোষনাও দেয়া হয় যা কার্যকর করা হবে ১১ জানুয়ারি থেকে।
সৌদির অভ্যন্তরে ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে দেশটির মন্ত্রী পরিষদ এ পদক্ষেপ নেয়। একই অধিবেশনে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ২০১৬ সালের জন্য ৮৪০ বিলিয়ন রিয়ালের জাতীয় বাজেট ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা