অবশেষে জানা গেল ভিসার নিয়ম লংঘন করে কতজন বাস করছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর ৪৫ মিলিয়ন তথা সাড়ে ৪ কোটি বিদেশি এসেছিলেন ওয়ার্ক ভিসা অথবা ট্যুরিস্ট ভিসায়। এরমধ্যে ভিসার মেয়াদ শেষ হলেও ফিরে যায়নি মাত্র ১%। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে তাসফিন মালিক ও তার স্বামী সৈয়দ রিজুয়ান ফারুক কর্তৃক নির্বিচার গুলিবর্ষণে ১৪ জন হত্যা এবং ২২ জনকে আহত করার পর মার্কিন কংগ্রেস ভিসা সিস্টেম নিয়ে নানা প্রশ্নের অবতারণা করেছে। কারণ তাসফিন মালিক যুক্তরাষ্ট্রে এসেছেন সদ্য বিবাহিতা স্ত্রী হিসেবে কে-১ ভিসায়। নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর ক্ষেত্রে ভিসা প্রার্থীর ব্যাকগাউন্ড খতিয়ে দেখা হচ্ছে কিনা এটি মূল ইস্যু। একইসাথে, নন-ইমিগ্র্যান্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কতজন বেআইনিভাবে বাস করছে সে সংখ্যা নিয়েও উদ্বেগ রয়েছে কংগ্রেসের। এসব তথ্য জানার জন্যে গত ২০ বছর ধরেই চেষ্টা চলছে কংগ্রেসের পক্ষ থেকে। অবশেষে সে তথ্য প্রকাশ করলো হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়।
উল্লেখ্য, ইউরোপের প্রায় সবকটি দেশসহ বিশ্বের মাত্র ৩৮ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে আসতে পারে এবং তারা ৯০ দিন পর্যন্ত বাস করতে পারেন।
সর্বশেষ তথ্য সম্পর্কেও কংগ্রেস সন্তুষ্ট নয়। কারণ স্থল-সীমান্ত দিয়ে যারা ঢুকেছেন তাদের তথ্য ওই হিসাবে নেই। ১৯৯৭ সাল থেকেই কংগ্রেস এ তথ্য জানার অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা