শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের দ্বিতীয় ছেলে নৌবাহিনীর লেফটেন্যান্ট ইয়োশিথা রাজপাকশেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অার্থিক অপরাধ তদন্তবিষয়ক বিভাগ [এফসিঅাইডি] আজ সন্ধ্যায় তাকে গ্রেফকার করেছে বলে শ্রীলংকান নৌবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন। গ্রেফতারের আগে তাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। খবর দ্য হিন্দুর
ইয়োশিথা রাজপাকশে শ্রীলংকান নৌবাহিনীর সদরদফতরে কর্মরত ছিলেন। তাকে কদুওয়েলা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে গ্রেফতারের বিষয়ে আর বিস্তারিত কিছু জানেন না বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে অবশ্য পুলিশ মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একটি বেসরকারি কোম্পানির অর্থ অনিয়মের অভিযোগে রাজাপাকশের ছেলেকে এফসিঅাইডি কর্তৃপক্ষের দফতরে হাজির হতে বলা হয়েছে। একই অভিযোগে অারো ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ইয়োশিথা রাজাপাকশে দেশটির জাতীয় রাগবি দলের সাবেক সদস্য।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ