সবচেয়ে বেশি সংখ্যক থিংকট্যাঙ্ক রয়েছে এমন দেশের তালিকায় বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে সম্প্রতি আরো একশটি থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠালাভ করেছে। এর ফলে দেশটির মোট থিংক ট্যাঙ্কের দাঁড়িয়েছে ২৮০টিতে। গত শুক্রবার প্রকাশিত 'গ্লোবাল গো টু থিংক ট্যাঙ্ক ইনডেক্স রিপোর্ট ২০১৫ [জিজিটিটিঅাই]-এ এ তথ্য উঠে অাসে। গত বছর ১৯২টি থিংক ট্যাঙ্ক নিয়ে তালিকায় পঞ্চম স্থানে ছিল ভারত। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
জিজিটিটিঅাই ২০১৫-এ শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট থিংক ট্যাঙ্কের সংখ্যা ১,৮৩৫টি। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন [৪৩৫টি] ও যুক্তরাজ্য [২৮৮টি]। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জার্মানি যার মোট থিংক ট্যাঙ্কের সংখ্যা ১৯৫টি।
বিশ্বব্যাপী এখন ৬,৪৮৬টি থিংক ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশন তালিকায় টানা আট বছর ধরে শীর্ষে অবস্থান করছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ