গত মে মাসে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্টএয়ারের বিমানটির নিহতদের দেহে বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার তদন্তকারীরা নিহতদের দেহাবশেষ থেকে বিস্ফোরকের চিহ্ন খুঁজে পাওয়ার কথা ঘোষণা করার পর মিশরের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এর ভিত্তিতে এখন ওই বিমান দুর্ঘটনার একটি অপরাধ তদন্ত শুরু করা হবে।
গত ১৯ মে ৬৬ জন আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি (ফ্লাইট এমএস৮০৪) নিখোঁজ হয়ে পরে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।
মিশরের নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে বিমানের কিছু ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিসপত্র এবং মানুষের শরীরের ছিন্ন অংশ উদ্ধার করে।
বিমানটি কারপাথোস দ্বীপ ও মিশর উপকূলের মাঝামাঝি অবস্থানকালে কোন রকম বিপদ সংকেত না পাঠিয়েই রাডার থেকে হারিয়ে যায়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ধোঁয়ার সংকেত বেজে উঠেছিল।
শেষ মুহূর্তে বিমানটি হঠাৎ করে ২২ হাজার ফুট নিচে নেমে আসে। সেই সঙ্গে প্রথমে বাঁ-দিকে ৯০ ডিগ্রি ও পরে ডান দিকে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে সাগরে পড়ে যায়।
উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৩০ জন মিশরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকী ছাড়াও কানাডা, কুয়েত, বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ