মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে ফিলিপাইনে ব্যাপকহারে ধরপাকড় চলছে। অনেক ক্ষেত্রে কোনো বিচারের মুখোমুখি না করেই গুলি করে হত্যা করা হচ্ছে অভিযুক্তদের। সম্প্রতি দেশটির রাজধানী ম্যানিলায় ঘুমের মধ্যেই ছয় বছরের একটি শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সময় তার বাবা ডোমিঙ্গো ম্যানস্কাকেও গুলি করে হত্যা করে নিরাপত্তা রক্ষীরা। তবে হত্যাকাণ্ডের সময় ডোমিঙ্গো জেগে ছিলেন।
শিশুটির মায়ে এলিজাবেথ নাভারোর উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। এলিজাবেথ জানান, দরজায় শব্দ হচ্ছিল। আমার স্বামী বললেন, কে ওখানে? এরপরপরই আমি দুটো গুলির শব্দ শুনতে পাই।
গত সোমবার ফিলিপাইনের পুলিশ বিভাগ জানায়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচ হাজার ৯০০ এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। জুনে ক্ষমতায় আরোহনের পর 'মাদকের বিরুদ্ধে যুদ্ধ' ঘোষণা করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার মতে, মাদকের সঙ্গে জড়িত থাকার কারণেই মানুষ বেশি অপরাধে যুক্ত হচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা