ভারতের রাজধানী দিল্লিতে প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেও দিল্লির মোতি বাগ নামক একটি এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।
ইন্ডিয়া টুডে জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকারযুক্ত গাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে আমান কুমার নামের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, গাড়িতে স্বরাষ্টমন্ত্রীর স্টিকার থাকলেও সেটি ভুয়া। গাড়িটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রধানের কনস্টেবলের।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা