সংসারে টানাপোড়েনের কারণে দুইদিন ধরে দুই সন্তানকে খাবার দিতে না পারার কষ্টে তাদের কুয়োয় ফেলে হত্যা করেছেন মা সাবিজান। পরে সন্তান হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের কলকাতার গিরিডির নিমিয়াঘাট থানা এলাকার পাতাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ভারতে নোট বাতিলের জেরে কাজ হারান সাবিজানের স্বামী শওকত আনসারি। পরে মুম্বাই থেকে গ্রামে ফিরে আসেন তিনি। এতে সংসারের টানাপোড়েন এতটাই তৈরি হয় যে, দুইদিন ধরে সন্তানদের মুখে এক দানা খাবারও তুলে দিতে পারেননি সওকত-সাবিজান খাতুন দম্পতি। ফলে দুই সন্তানের কষ্ট সইতে না পেরে তাদের কুয়োয় ফেলে দেন মা সাবিজান।
গিরিডির এসপি অখিলেশ সিংহ ভেরিয়র বলেন, 'আট বছরের শেখাওয়াত ও ছয় বছরের সায়রাবানুকে কুয়োয় ফেলে হত্যার অভিযোগে মা সাবিজান খাতুনকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয়েছে।'
তিনি বলেন, 'ঘটনার তদন্ত চলছে। আর্থিক সংকট, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।'
বছর পঁয়ত্রিশের সাবিজান নিজেই থানায় জবানবন্দিতে বলেছেন, 'গত নভেম্বর মাস থেকে আর্থিক কষ্টে ভুগছিলেন তারা। দু'দিন ধরে বাড়িতে খাবার ছিল না। তিনি এ কাজ করতে বাধ্য হয়েছেন।'
শওকত বলেন, 'নোট বাতিলের পরে কাজ হারিয়ে গ্রামে ফিরে আসি। ঘরে খাবার ছিল না বলে রোজই স্ত্রীর সঙ্গে খিটমিট চলছিল। কিন্তু তার জেরে যে স্ত্রী এ রকম ঘটনা ঘটাবে, তা ঘুণাক্ষরেও টের পাইনি।'
তিনি জানান, গ্রামের প্রান্তে এক কুয়োয় নিয়ে গিয়ে সাবিজান বাচ্চা দুটোকে ঠেলে ফেলে দেয়। পরে জানাজানি হতে কুয়ো থেকে তাদের মরদেহ তোলা হয়।
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম