পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বৃহস্পতিবার দেশটির ১৩ জঙ্গির ফাঁসির নির্দেশ দিলেন। ওই ১৩ জন জঙ্গির বিরুদ্ধে সেনা ও সাধারণ মানুষ মিলিয়ে মোট ৩২৫ জনকে খুনের অভিযোগ রয়েছে। দেশটির স্পেশাল মিলিটারি কোর্টে এই ১৩ জনের বিচার হয়।
জানা যায়, নিষ্পাপ সাধারণ মানুষকে খুনের অভিযোগে এই জঙ্গিদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর দেশটির পেশোয়ারের স্কুলে হামলার বর্ষপূর্তি। আর তার ঠিক আগেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের। মৃত্যুদণ্ডে দণ্ডিত এই জঙ্গিরা বাচাকান ইউনিভার্সিটি, প্যারেড লেন মসজিদ, ম্যারিয়ট হোটেল ও ওয়ার্ল্ড ভিসন এনজিও অফিসে হামলার ঘটনায় জড়িত ছিল। সব মিলিয়ে এই জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা ৩২৫ আর আহতের সংখ্যা ৩৬৬। তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরকও উদ্ধার করা হয়েছিল।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার এমন একটি সিদ্ধান্ত নিলেন। এর আগে ৫ ডিসেম্বর চার জঙ্গির ফাঁসির নির্দেশ দেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার