জর্দানের দক্ষিণাঞ্চলের শহর আল-কারাকে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার রাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, একদল টহল পুলিশকে লক্ষ করে দৃর্বৃত্তরা গুলি বর্ষণ করলে ৪ পুলিশ সদস্য ও এক কানাডিয়ার দর্শনার্থী নিহত হন।
এখনও পর্যন্ত জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। জর্দান যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হয়ে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের ওপর হামলা করে থাকে। তাই ধারণা করা হচ্ছে প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়ে থাকতে পারে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব