৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ার বুলুনস্কি জেলায় বিধ্বস্ত হয়েছে। বিমানটির মাত্র সাত আরোহী বেঁচে আছেন।
সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার কোল্টসোভো বিমানবন্দর থেকে সোমবার ওই সামরিক বিমানটি উড্ডয়ন করে। স্থানীয় সময় ১২টা ৭ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির বেশিরভাগ সদস্য রোটারি কর্মকর্তা।
উদ্ধার কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা