৩৯ আরোহী নিয়ে সোমবার রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, বিমানের মোট আরোহীদের মাত্র পাঁচ জন বেঁচে আছেন। এরপরপরই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৭-এ। এর কিছুক্ষণ পর তাস জানায়, বিমানের আরোহীদের কেউ-ই নিহত হননি।
তাসের প্রকাশিত এ খবর সত্যতা দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, সব আরোহী বেঁচে আছেন। তবে ১৬ জন খুব মারাত্মকভাবে আহত হয়েছেন।
কিন্তু বিমান বিধ্বস্তের এ ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাংঘর্ষিক তথ্য পাওয়া যাচ্ছে। 'সবাই বেঁচে আছেন' তাস এমন দাবি করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। সেই খবর সংশোধন করে পরে বিবিসি জানায়, ১৬ আরোহী আহত হয়েছে।
ইয়াহু নিউজ জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি ভেঙে তিন খণ্ড হয়ে যায়। কিন্তু ভারতের হিন্দুস্থান টাইমস দাবি করেছে, বিমানটি নাকি বিধ্বস্তই হয়নি। সেটার জরুরি অবতরণ করানো হয়েছে। আবার কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিমানটিকে জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়েছিল।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা