হোয়াইট হাউস চত্বরে শেষবারের মতো বড়দিন উদযাপন করবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতি বছরের মতো এবারও ই-মেইলে বন্ধুবান্ধব, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। এটা হোয়াইট হাউসের পরম্পরা।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই হোয়াইট হাউস ছাড়বেন ওবামা। বড়দিন উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ও তার স্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক বছরই হোয়াইট হাউস ক্রিসমাস কার্ড দিয়ে শুভেচ্ছা জানায়। সাধারণত কার্ডে প্রখ্যাত শিল্পীদের দিয়ে আঁকানো হোয়াইট হাউসের নানা ছবি থাকে। তবে এবার বারাক ওবামার শেষ হোয়াইট হাউস ক্রিসমাস কার্ডে থাকছে অন্য ছবি। সেখানে শুধুই দেখা যাচ্ছে সপরিবারে ওবামাকে।
ক্রিসমাসে কার্ডে ওবামা বলেছেন, “আপনাদের সকলকে উৎসবের শুভেচ্ছা। হোয়াইট হাউসে গত কয়েক বছরের সুখস্মৃতিতে আমরা বিভোর। আমরা অনেক ভাল বন্ধু পেয়েছি। অনেকের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছি। অসংখ্য প্রীতি উপহারে মুগ্ধ হয়েছি। আমি আপনার ও আপনার প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম।”
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ