বিশ্বে পরমাণু সরবরাহ গোষ্ঠী নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের (এনএসজি) নতুন করে সদস্যপদের জন্য নিয়ে আসা প্রস্তাবে সদস্য হতে পারে ভারত। তবে সেই প্রস্তাবে নাম থাকছে না পাকিস্তানের। সম্প্রতি এমনটি জানিয়েছে ওয়াশিংটন আর্মস কন্ট্রোল অর্গানাইজেশন।
কিছুদিন আগেই এই সংক্রান্ত একটি দুই পাতার ডকুমেন্টস তৈরি করেছিলেন প্রাক্তন এনএসজি প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। সেখানেই তিনি বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন ভারতের মতো নন-এনপিটি (Nuclear Non-Proliferation Treaty) দেশ কেমন ভাবে এনএসজির সদস্য হতে পারে। মারিয়ানো গ্রোসির দেওয়া নতুন প্রস্তাবের এক বিশেষ পয়েন্টে বলা হয়েছে, কোন নন-এনপিটি দেশ যেন অন্য কোন নন-এপিটি দেশের সদস্যপদ পাওয়ার উপর বাঁধা না সৃষ্টি করে। আর এই পয়েন্টের জন্যই বাঁধার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানকে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার