অবশেষে তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে’র নেত্রী নির্বাচিত হলেন প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী ভি কে শশীকলা। বৃহস্পতিবার দলের জেনারেল কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জয়ললিতার মৃত্যুর পরই শুরু হয়েছিল আলোচনা। শশীকলাকে দলের দায়িত্ব দেয়ার প্রস্তাব অনেকের মুখ থেকেই বেরিয়ে আসে তখন। কিন্তু দলের এক অংশের বিরোধীতায় বিষয়টি থমকে ছিল। অবশেষে আজ বিষয়টি সুরাহা হলো।
এদিন দলের সুপ্রিমো নির্বাচন নিয়ে একটি জরুরি বৈঠক করে এআইএডিএমকে। শশীকলাকে নেত্রী হিসেবে বাছাইয়ের জন্য একটি রেজুলেশন রাখা হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমসহ ২৩ জন সদস্য শশীকলার নেতৃত্বে কাজ করতে রাজি হন। এছাড়া দলের ২০০ জন জেনারেল কাউন্সিল সদস্যও শশীকলাকেই নেত্রী হিসেবে মত জানান।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর দীর্ঘদিন হাসপাতালে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
তার মৃত্যুর পর এআইএডিএমকে'র এক কর্মীর সদ্যোজাত শিশুকন্যার নাম সদ্যপ্রয়াত নেত্রীর নামানুসারে ‘জয়ললিতা’ রাখেন শশীকলা। ঘটনাটি চারিদিকে বেশ আলোচনার জন্ম দেয়।
সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/এস আহমেদ