গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার এ বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার জবাবে আইএএফ (ইসরাইল এয়ার ফোর্স) গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’ খবর এএফপি’র।
ফিলিস্তিনের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম