রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার থেকে এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনে ২০২৪ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে।
রুশ পার্লামেন্টের ঊচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিল আগামী ১৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বলে সরকারি সংবাদপত্র রোসিয়স্কায়া গেজেট জানায়।
পুতিন এবার বিজয়ী হলে জোসেফ স্ট্যালিনের পর তিনি রাশিয়ার সবচেয়ে দীর্ঘতম শাসক হবেন।
২০০০ সালে প্রথমবারের মতো পুতিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি এবারও বৈতরণী পার হয়ে যাবেন নির্বাচনের পূর্বাভাসে ফলাফল বিশ্লেষকরা মনে করছেন। তারা বলেছেন, তবে এবারের নির্বাচনে খুবই স্বল্প সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম