মিয়ানমারের উত্তরাঞ্চলে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের একটি গ্রামে গণকবর থেকে ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর রয়টার্স।
রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সেদেশের সেনাবাহিনীর চালানোর নাশকতার অভিযোগ তদন্ত করার সময় এ গণকবরের সন্ধান পাওয়া যায়।
তবে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গণকবরের পেছনের প্রকৃত তথ্য জানতে একটি তদন্ত শুরু হয়েছে। গণকবর থেকে উদ্ধারকৃত মরদেহের ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইন-অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গণকবর থেকে মরদেহ উদ্ধারকারী দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে তারা সম্প্রতি নিহত হয়নি।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর বর্বরচিত হামলা চালায়। সেনাবাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মতে হত্যা করা হয়েছে ৬ থেকে ৭ হাজার মানুষ। আর এসময় ধর্ষণের শিকার হয়েছেন কয়েক হাজার নারী।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম