ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য হামলা ঠেকাতে অভিযান শুরু করেছে তুরস্ক। আর এই অভিযানে আঙ্কারা ও ইস্তাম্বুল থেকে ইরাকি ইসলামিক স্টেট (আইএস) ও জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে কমপক্ষে ৭৫ জনকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানাচ্ছে, শুক্রবার সকালে আঙ্কারার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে পুলিশ।
এদিকে পুলিশের একটি সূত্রের বরাতে তারা বলছে, তল্লাশির সময় সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের অধিকাংশই বিদেশি নাগরিক।
অন্যদিকে, ইস্তাম্বুলে পৃথক আরেক অভিযানে ৪৬ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ৪৩ জনই বিদেশি। এছাড়া ইস্তাম্বুলেও নববর্ষের অনুষ্ঠানে হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ওই দুই অভিযানেই অনেক সাংগঠনিক দলিলপত্র ও ডিজিটাল যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ