রাত পোহালেই নতুন বছর। তবে এরইমধ্যে 'নিউ ইয়ার্স ইভ' (নববর্ষের আগের দিন) উদযাপন শুরু করে দিয়েছে বিশ্ববাসী। বলা হচ্ছে বিশ্বে সবচেয়ে বেশি জায়গায় এ দিনটি খুব ধুমধাম করে পালন করা হয়। পার্টি ও আতশবাজির মাধ্যমে ২০১৭ কে মানুষ আজ বিদায় জানাবে এবং অপেক্ষায় থাকবে নতুন বছরের। নববর্ষের আগের দিন উদযাপনের এ উৎসবে সামিল হয়েছে গুগল ডুডলও। পেঙ্গুইন ও তোতাপাখিকে সঙ্গে করে তারা এদিনটি উদযাপন করছে।
সার্চ ইঞ্জিন গুগল বেশ কয়েকটি ডুডল ছেড়েছে। এই সময়টা পরিবার ও বন্ধুদের সঙ্গে অবকাশযাপনের। সেটিই তুলে ধরেছে গুগল ডুডলে।
এতে দেখা যায়, পেঙ্গুইন-তোতাপাখি উপহার বহন করছে, বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, একসঙ্গে খাওয়াদাওয়া করছে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করছে, নতুন লক্ষ্য ঠিক করছে, পুরোনো ঝগড়া মিটিয়ে ফেলছে এবং দাতব্য কাজে ব্যস্ত হয়ে উঠছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা