সম্প্রতি জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ মন্তব্য করেন যে, ভারতে তার সন্তান সুরক্ষিত নয়। সেই সঙ্গে অভিনেতা আরও বলেন, ‘‘একজন পুলিশের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু এই দেশে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’’
জনপ্রিয় অভিনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরের গোবিন্দপুরে একটি বৈদিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন যোগগুরু রামদেব। নাসিরুদ্দিন শাহকে কার্যত দেশদ্রোহী বলে আক্রমণ করেন তিনি।
এছাড়াও এদিন বিজেপির রথযাত্রা প্রসঙ্গে রামদেব বলেন, “রথযাত্রা নিয়ে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এ বিষয়ে আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চাই। এ যাত্রা কোথায় গিয়ে থামবে তা জানি না। তবে এটা নিয়ে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে।”
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে রামদেব অভিনেতা নাসিরুদ্দিন শাহ সম্পর্কে বলেন, “ভারতবাসীর প্রেম ভালবাসাতেই অভিনেতা ও নেতা তৈরি হয়। আমি ভারতে কোনো রকম ধর্মীয় অসহিষ্ণুতা দেখিনি। তবে রাজনৈতিক অসহিষ্ণুতা দেখেছি। ভারতের উপর ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ লাগিয়ে ভারতের গৌরবকে নষ্ট করা হয়েছে। এর জন্যই সারা বিশ্ব আমাদের উপরে হাসে। বিশ্বের সব দেশেই গণ্ডগোল অশান্তি আছে। তবে তারা এ নিয়ে নিজের দেশকে দায়ী করে না। নিজের দেশের বিরুদ্ধে ধর্মীয় অসহিষ্ণুতা, হিংসা ও অসুরক্ষার অভিযোগ তোলা দেশকে অপমান করার সমান। কার্যত এটা দেশদ্রোহিতা।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত