রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে গেলো বালিভর্তি ট্রাক। আর তার নীচে চাপা পড়লো দুই স্কুটার আরোহী। চাপা পড়লেও তারা বেঁচে ফিরলেন। তাও আবার অক্ষত অবস্থায়। বিশ্বাস না হলেও, চীনে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে।
রুদ্ধশ্বাস ওই মুহূর্ত ধরা পড়েছে সেখানে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরাতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। দক্ষিণ চীনের স্বশাসিত গুয়াংশি প্রদেশে ঘটেছে ঘটনাটি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বুধবার সেখানকার একটি রাস্তা দিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। উল্টো দিক থেকে বাঁক নিতে গিয়ে আচমকাই তাদের গা ঘেঁষে উল্টে যায় বালিভর্তি একটি ট্রাক। তার নীচেই চাপা পড়ছিলেন ওই দুজন। কিন্তু বিপুল পরিমাণ বালির ধাক্কায় স্কুটারসহ কিছুটা দূরে ছিটকে পড়েন তারা। তবে প্রাণে বেঁচে গিয়েছেন।
রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে। যা স্থানীয় পুলিশের হাতে ওঠে। পরে চীনা সংবাদমাধ্যম সূত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। বলাই বাহুল্য, এরপর সেই ভিডিওটি ভাইরাল হতে একদমই কাল বিলম্ব করেনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত