চীনের এক সেনা ‘তাই চি’ শেখাচ্ছেন ভারতীয় এক সেনাকে। এমন একটি ভিডিও এখন বেশ ভাইরাল। শুক্রবার ইন্টারনেটে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চীনা সেনাদের 'তাই চি' নাচ শেখছেন ভারতীয় সেনারা।
এদিকে, ডোকলামে টানা ৭৩ দিন মুখোমুখি সংঘাতের জেরে ভারত ও চীন সেনার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে চলতি মাসে ভারত এবং চীনের সেনার মধ্যে যৌথ মহড়া শুরুর পর থেকে সেই উত্তেজনাকর পরিস্থিতির কিছুটা হলেও অবসান ঘটেছে।
ভারত ও চীন সেনার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রমাণ আবারো মিলল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে। তাই চি চীনের বহুপ্রাচীন একটি রীতি। দেহ সচল রাখতে সব বয়সের মানুষের ক্ষেত্রেই এই অভ্যাস খুব উপযোগী বলে প্রমাণিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার