মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়া সরকারকে হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, তারা যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তা হলে তাদের ভয়াবহ পরিণতি হবে। চারদিনের সফরে ইসরাইল ও তুরস্কে যেয়ে শনিবার সেনা প্রত্যাহারবিষয়ক শান্তি আলোচনায় তিনি এ কথা বলেন।
সংক্ষিপ্ত সময়ের জন্য তেলআবিবে অবতরণ করেন জন বোল্টন। এসময় তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই সুদৃঢ়।
বোল্টন আরও বলেন, আসাদ শাসনের বিরুদ্ধে আমাদের দ্বিগুণ সামরিক বাহিনীর ব্যবহার করার কারণ ছিল রাসায়নিক অস্ত্র ব্যবহারের অগ্রহণযোগ্যতা। এসব থেকেও তারা শিক্ষাগ্রহণ না করে তা হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর