ব্রিটিশ দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ড অদ্ভুত এক রেকর্ড গড়েছেন। যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। কারণ ইতিমধ্যেই ২১টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতি!
সু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের পক্ষ থেকেও। কেউ কেউ তাদের প্রশংসা করলেও, তার পাশাপাশি জুটেছে ‘অপরাধী’ আখ্যাও।
তবে এই দম্পতি জানিয়েছেন, ১৩ বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সু। তার স্বামী নোয়েলের বয়স তখন মাত্র ১৮। এরপর ২০০৮ সালের মধ্যেই তেরোটি সন্তানের জন্ম দেন তারা। আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার