ফ্রান্সের প্যারিসে সিন নদীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় প্যারিস ৮ এরিয়ার তুইলরি গার্ডেনের কাছাকাছি কনকর্ড সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের সময় যুবকের হাত দুটি পেছনের দিক থেকে বৈদ্যুতিক তারের দ্বারা বাঁধা ছিলো এবং শরীর এতটাই গলিত ও বিকৃত ছিল মৃতদেহ পুরুষ কি নারী শনাক্ত করা দুষ্কর ছিল। পরবর্তীতে ফরেনসিক পর্যবেক্ষণে এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষের মৃতদেহ বলে নিশ্চিত করা হয়।
প্রাথমিক তদন্তের পরে মৃতদেহটি উচ্চতর নিরীক্ষণের জন্য ফরেনসিক ইনস্টিটিউট (আইএমএল) স্থানান্তর করা হয়েছে।তবে কখন, কোথায় এবং কেন এ যুবককে হত্যা করা হয়েছে এবং যুবকের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। বিষয়টি ব্যাপক তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে লাশটি প্যারিসে বিবাদমান কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্যের হতে পারে এবং দূরে অন্য কোন স্থান থেকে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৯/মাহবুব