ব্যাংকের মতো একটি সংস্থার শীর্ষপদে থেকে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে দোষীকে মৃত্যুদণ্ড দিল চীনের একটি আদালত।
আদালত সূত্রে খবর, রিজিওন্যাল ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন জিয়াং জিয়াউন ৭৭০ কোটি টাকার ব্যাংক শেয়ার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। আর্থিক অপরাধের শেষ এখানেই নয়। এছাড়াও ৬১ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। জিয়াংয়ের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছে। তবে একটি রক্ষাকবচও দিয়েছে আদালত।
রিজিওন্যাল ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান হাতে দুই বছর সময় পাবেন। এই দুই বছরের মধ্যে তিনি যদি আর কোনও আর্থিক অপরাধে না জড়ান, তবে মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হবে। আরও একটি শর্তও তার সঙ্গে জুড়ে রয়েছে। আত্মসাতের টাকা জিয়াংকে ওই দুই বছরের মধ্যে ফিরিয়ে দিতে হবে। ফলে এই ব্যাংক কর্মকর্তার ফাঁসি কার্যকর হলেও, তা আগামী দুই বছরের আগে হবে না।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ