সিদ্ধান্ত অনুযায়ী এবার বলিউড অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমারের পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের বাড়ি দু'টি কিনে নিতে ২ কোটি ৩৫ লক্ষ রুপি মঞ্জুর করল সেখানকার প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। এই বাড়ি দু'টি অধিগ্রহণ করে নিয়ে সেগুলো ঐতিহ্যপূর্ণ ভবন হিসেবে পাকিস্তান সরকার সংরক্ষণ করবে বলে জানা গেছে।
সেখানে গড়ে তোলা হবে সংগ্রহশালাও। বর্তমানে দু'টি বাড়িরই অবস্থা বেশ খারাপ। সে কারণেই সেগুলোর আশু সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞ ও পাকিস্তান সরকারের পুরাতত্ত্ব বিভাগের কর্তাদের। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দু'টি বাড়িকে ইতিমধ্যেই জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তও হয়েছে।
অবিভক্ত ভারতে খাইবার পাখতুনওয়া প্রদেশের কিসসা খোওয়ানি বাজারে রাজ কাপুরের দাদা দিওয়ান বশেতশ্বরনাথ কাপুর ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে ১৫১.৭৫ বর্গমিটার জমির উপরে গড়ে তোলেন 'কাপুর হাভেলি'। ওই বাড়িতেই জন্ম হয়েছিল রাজ কাপুর ও তার চাচা ত্রিলোক কাপুরের। বাড়িটিকে আগেই জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছিল খাইবার পাখতুনওয়া প্রদেশের সরকার।
ওই এলাকাতেই প্রায় ১০০ বছর আগে ১০১ বর্গমিটার জমির উপরে তৈরি হয়েছিল অভিনেতা দিলীপ কুমারের পূর্বপুরুষদের বাড়িটি। সেই বাড়িটির অবস্থা বর্তমানে খুবই খারাপ। নওয়াজ শরিফ সরকার ২০১৪ সালে বাড়িটিকে জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করে। তার পর থেকেই দু'টি বাড়িকে অধিগ্রহণ করে ঐতিহ্যশালী ভবন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করে পাকিস্তান সরকার।
রাজ কাপুরদের 'কাপুর হাভেলি'র জন্য প্রায় দেড় কোটি রুপি এবং দিলীপ কুমারের বাড়িটির জন্য ৮০ লক্ষ ৫৬ হাজার রুপি ধাম ধার্ষ করা হয়। সেই টাকা দ্রুত মিটিয়ে বাড়ি দু'টি অবিলম্বে হাতে নিতে চায় প্রাদেশিক সরকারের পুরাতত্ত্ব বিভাগ।
বাড়ি দু'টির বর্তমান মালিকপক্ষ বেশ কিছু দিন ধরেই ওই রকম জমজমাট এলাকায় থাকা ভগ্নপ্রায় বাড়িগুলো ভেঙে বহুতল বিপণি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সেখানকার পুরাতত্ত্ব বিভাগ বাড়ি দু'টির ইতিহাসিক মূল্য বিবেচনা করে সেগুলো ভাঙতে বাধা দেয়। তারপরেই সেগুলোকে দ্রুত অধিগ্রহণ করে সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে শুরু করে প্রাদেশিক সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক