নাইজারের দুটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রায় ৭৯ জন মারা গেছে। আজ রবিবার সকালে রয়টার্সের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
মালির সঙ্গে নাইজারের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় চালানো ওই হামলায় আরও ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
নাইজারের সম্প্রতি সহিংস হামলা চালাচ্ছে জঙ্গিগোষ্ঠীগুলো। শনিবার ফ্রান্স জানিয়েছে, মালিতে তাদের দুই সৈন্য নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা