খুনের অপরাধে ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জনকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের কাছে দাবি জানাল ইরান। এই মর্মে একটি গ্রেফতারি পরোয়ানাও দাবি করা হয়েছে। খবর আল-জাজিরা ও ইন্ডিপেন্ডেন্ট এর।
ইরানের অভিযোগ, গেল বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হানায় সোলাইমানিকে মেরে ফেলে মার্কিন সেনা। হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পই। ইরাকের বিশেষ সেনাবিভাগের নেতা আবু মাহদিও এই ঘটনায় মারা যান।
ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন, সে দেশের টেলিভিশনে ৪৮ জনের বিরুদ্ধে এই 'রেড নোটিশ' জারি করার কথা ঘোষণা করেছেন। একটি দেশ রেড নোটিশ জারি করার অর্থ অন্য দেশকে অপরাধীকে খুঁজে গ্রেফতারের জন্য অনুরোধ করা।
বিডি-প্রতিদিন/শফিক