মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়েছে । যেখানে তার সম্পূর্ণ মেডিকেল চেকআপ এবং আরও পর্যবেক্ষণ করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইজেএন জানিয়েছে, সন্ধ্যা ৭টায় সেখানে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলা হয়েছে যে তিনি আগামী কয়েকদিন আইজেএন-এ থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে কী ধরনের অসুস্থতা নিয়ে মাহাথির হাসপাতালে গেছেন তা জানা যায়নি।
সূত্রঃ দ্য ভাইবস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ