কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখনও চলছে। খবর আল-জাজিরার।
জানা গেছে, বন্যা ও ভূমিধসে কিনশাসায় দুর্ভোগে পরেছেন এক কোটি ২০ লাখ মানুষ। বন্যাদুর্গত রাজধানীর আশপাশের ২৪টি এলাকা। নোংরা পানি আর কাঁদামাটিতে ডুবে গেছে ঘরবাড়ি-স্থাপনা।
সাম্প্রতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির গালিমা এলাকা। সেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন বাসিন্দা, এখনও চলছে ভূমিধসে চাপা পরা মানুষদের উদ্ধারের কাজ। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি বাড়তে পারে।
উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে কিনশাসায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সেখানকার নিম্নাঞ্চলের কিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। সেসময় বন্যায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে। ধসে যায় বহু বাড়িঘর ও সড়ক।
বিডি-প্রতিদিন/শফিক