হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।
এর আগে চীন ও রাশিয়া এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের কথা জানিয়েছিল।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার ক্যালিফোর্নিয়া থেকে এয়ার-লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন (এআরআরডব্লিউ) নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। গন্তব্যে পৌঁছানোর পর সেটিকে নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।
বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন উচ্চপ্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা করছে। চলতি বছরের শুরুতে একটি পরীক্ষা চালানো হয়েছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল