মালয়েশিয়ার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে আস্থা ভোটের সম্মুখীন হন। এই আস্থাভোটে জয় পেয়েছেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে সংসদে আনোয়ার ইব্রাহিমের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলো। খবর অনুসারে, আস্থা ভোট কণ্ঠ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহিমের পক্ষে সমর্থন দেন।
মালয়েশিয়ার সাংবিধানিক রাজা সুলতান আব্দুল্লাহ ঐতিহাসিক ঐকমত্যের সরকারের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমকে নিযুক্ত করার সিদ্ধান্ত দেওয়ার পর গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার তিনি দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
গত ১৮ নভেম্বর সাধারণ নির্বাচনের পর কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং দলগুলো নিজেদের মতো করে সমঝোতা করে সরকার গঠনে ব্যর্থ হওয়ায় দেশটিতে যে ঝুলন্ত পার্লামেন্টের সৃষ্টি হয় তা রাজনৈতিক অচলাবস্থা তৈরি করে। পাঁচ দিনের অচলাবস্থার পর রাজা সব দলকে ডেকে বিশেষ বৈঠক করে আনোয়ারকে প্রধানমন্ত্রী করার ঘোষণা দেন এবং অন্য দলগুলো সে সিদ্ধান্ত মেনে নেয়। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল