ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ১০ মাসে গড়িয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রিত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। অঞ্চলগুলো হলো খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক।
পুতিন জানালেন, রুশ সেনাবাহিনী এসব অঞ্চলে ‘অত্যন্ত জটিল’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। মঙ্গলবার নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া রেকর্ডকৃত এক বক্তব্যে পুতিন বলেন, ‘নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলগুলোতে কঠিন অবস্থার মুখোমুখি হচ্ছে।’
সিএনএনের খবরে বলা হয়েছে, শুরু থেকে অঞ্চলগুলোতে রুশ সেনারা তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।
সোমবার রুশ দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে পুতিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাদের হাতে থাকা ক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দেন। দক্ষ সেনার পাশাপাশি বাহিনীতে আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল