চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরই মধ্যেই প্রায় ১০ মাস হয়ে গেছে এই যুদ্ধের। যুদ্ধের দীর্ঘ এই সময়ে কখনও দেশ ছেড়ে কোথাও যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো স্থানীয় সময় আজ বুধবার আমেরিকা সফরে যেতে পারেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সফরে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার সব সদস্যের কাছে চিঠি পাঠান। তিনি তাদের সবাইকে বুধবার পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান। কোনও কিছু পরিস্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন, “দয়াকরে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।”
এদিকে, রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সঙ্গে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এছাড়া টেলিফোন ও ভিডিও কলেও বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সূত্র: বিবিসি, সিএনএন
বিডি প্রতিদিন/কালাম