যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন। গত ফেব্রুয়ারী মাসে রাশিয়া দেশটিতে আক্রমণ শুরু করার পর ইউক্রেনের বাইরে জেলেন্সকির এটাই প্রথম বিদেশ সফর। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠায়, নিজ দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো আপোস করবে না ইউক্রেন।’ এসময় জেলেনস্কিকে বাইডেন বলেন, ‘মার্কিনি জনগণ ইউক্রেনীয়দের সাথে গর্বের সঙ্গে দাঁড়িয়েছে।’
বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কীভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে, তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করবে।’
তিনি বলেন, ‘ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একসাথে ইউরোপ এবং জাপান এবং অন্যান্য জায়গায় আমাদের মিত্রদের সাথে, প্রয়োজনীয় আর্থিক, মানবিক এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করেছে।’ পরে, একটি যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ‘আমেরিকার জনগণকে, যারা ইউক্রেনের জন্য অনেক কিছু করেছেন। আমি এর জন্য কৃতজ্ঞ।’
সূত্র : সিএনএন, বিবিসি, ভয়েস অব আমেরিকা, ও আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক